মিয়ানমার থেকে জি টু জি ভিত্তিতে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। এসব চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এই বিষয়টি জানান। তিনি বলেন, গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে মোট ২২ হাজার মেট্রিক টন আতপচাল বাংলাদেশে আমদানি করা হয়েছে। এ সময় এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ সেই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের ১ম চালান। তিনি আরও বলেন, বর্তমানে জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের জন্য কাজ শুরু হবে। এই জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার বাঙলা/ইউকে
Join Telegram
Tags:
Amarbangla Feed