বীরগঞ্জে জুয়া ও মাদকবিরোধী অভিযানে আটক ৮

বীরগঞ্জে
দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ছয় জুয়ারি ও দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে সাতোর ইউনিয়নের বটতলীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুরের দিকনির্দেশনায় পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, জুয়া খেলার সময় হাতেনাতে আটক হন চৌপুকুরিয়া গ্রামের নুর আলম (৩২), আমির খান (২৮), দক্ষিণ প্রাণনগরের রুবেল ইসলাম (৩১), গ্রামতলীর আজাদ আলী (৪১), গোবিন্দপাড়ার রুবেল ইসলাম (৩৫) এবং গোয়ালপাড়ার অর্জুন ঘোষ (৩৮)। অন্যদিকে, মাদক বিক্রির সময় আটক হন পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডা গ্রামের মজনু (২২) ও ইউসুফ আলী (৩৫)। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। ওসি আব্দুল গফুর বলেন, “মাদক ও জুয়াকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে আমাদের অভিযান চলবে।” স্থানীয়রা বলছেন, পুলিশের এমন তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাঁরা এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। আমারবাঙলা/এফএইচ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post