বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে ফেললেন শিক্ষক

বালু
কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় চার বছরের শিশুকে পুকুরে ফেলে দিয়েছেন মোহাম্মদ শাহজাহান নামের এক কলেজ শিক্ষক। শুক্রবার (১৭ জানুয়ারি) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিফতাহুল মাওয়া বুড়িচং পূর্ব পাড়ার নজির আহমদের মেয়ে। অভিযুক্ত শাহজাহান তাদের প্রতিবেশী। তিনি বুড়িচং উপজেলা সদরের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুটির মা শামছুন নাহার তানিয়া অভিযুক্ত শাহজাহানকে বলছিলেন, আপনার মধ্যে কি মনুষ্যত্ব নাই? আমার বাচ্চাকে এভাবে পানিতে ফেলে দিলেন! একটু বালু ফেলে দিয়েছে বলে বাচ্চাকে পুকুরে ফেলে দেবেন? তখন ওই ব্যক্তি বলেন, তোমার বাচ্চা নাকি কার বাচ্চা এটি আমি দেখব না। আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি। তোমার বাচ্চা আমার এখানে আসবে কেন? এ বিষয়ে শিশুটির মা তানিয়া বলেন, আমার দুই মেয়ে বালু নিয়ে খেলা করছিল। এ সময় মাস্টার শাহজাহান তাদের বকাঝকা করে আমার ছোট মেয়ে মাওয়াকে পাশের পুকুরে ফেলে দেন। এ সময় আমার বড় মেয়ে পুকুরে নেমে তাকে উদ্ধার করে। আমার সন্তানকে মাস্টার শাহজাহান হত্যার চেষ্টা করেছেন। আমি প্রশাসনের কাছে বিচার চাই। অপরদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত শাহজাহান আত্মগোপনে চলে যান। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, শুক্রবার শিশুটির মা বাদী হয়ে শিশু নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। আমারবাঙলা/এমআরইউ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post