পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

পুতিনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স নিশ্চিত করে এ তথ্য। ট্রাম্প জানান, মস্কো সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে পুতিনের। এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় মিত্রদের অবগত করেছেন বলেও জানান তিনি। এ সময় রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করে যাওয়ার কথাও বলেন ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন ট্রাম্প। তবে কবে কোথায় এবং ঠিক কবে পুতিনের সাথে সাক্ষাৎ হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে পুতিন ও উইটকফের বৈঠক সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি দেয় ক্রেমলিন। সেখানেও বলা হয় ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে রাজি মস্কো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের ঠিক আগে মধ্যস্থতার এমন উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বুধবার (৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। নাহলে পূর্বঘোষণা অনুযায়ী দুই দিন পর অর্থাৎ ৮ আগস্ট রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবেন ট্রাম্প। আমারবাঙলা/এফএইচ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post