তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

তিন
দেশের ৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, শৈত্যপ্রবাহ আগামীকালও থাকতে পারে। এছাড়াও আজ মধ্যরাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তিনি জানান, ঘন কুয়াশা থাকতে পারে আরও দুইদিন। এরপর আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আমার বাঙলা/এনবি

Join Telegram

Post a Comment

Previous Post Next Post