নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ফারুক আহমদ মুন্সীকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ফারুক আহমদ মুন্সীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (৪ জুলাই) বিকেলে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমদ মুন্সী নিজেই। সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী মুহা. ইয়াসিন প্রধান। দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফারুক আহমদ মুন্সীকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সোনারগাঁ থানা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থী ঘোষণার পর অনুষ্ঠানে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। আমারবাঙলা/এফএইচ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post