প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার
পাবনার সুজানগরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ থানার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. বাচ্চু আলমগীর উরফে আগুন বাচ্চু (৩৪)। তিনি সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে। তার ছোট ভাই সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী (এনএ) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন।
গ্রেপ্তার যুবলীগ কর্মী মো.বাচ্চু আলমগীর আজ ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট কাছে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন।