আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

আলোকচিত্রী
দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। চঞ্চল মাহমুদ দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন, ছিলেন লাইফ সাপোর্টেও। মৃত্যুর সঙ্গে গতবার লড়াই করে ফিরতে পারলেও এবার হার মানলেন। বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম চঞ্চল মাহমুদ। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। তিনি ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন। আমারবাঙলা/জিজি

Join Telegram

Post a Comment

Previous Post Next Post