সোমবার থেকে ভারি বর্ষণের পূর্বাভাস

সোমবার
গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের আভাস পাওয়া গেছে। দেশের বেশিরভাগ এলাকায় আগামী সোমবার থেকে ভারি বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এই বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে। গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানীসহ বেশকিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। কিন্তু তাতেও গরম কমেনি। রবিবার এই প্রতিবেদন লেখার সময় ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ জুন থেকে বৃষ্টি বাড়বে। তখন তাপপ্রবাহ কমে আসবে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে। এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।’ ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস ঝড়ো হাওয়া, কখনও কখনও থাকবে বজ্রপাত। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা আছে।’ এপ্রিল-মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আমারবাঙলা/ইউকে

Join Telegram

Post a Comment

Previous Post Next Post