সাজাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর

সাজাভোগ
বাংলাদেশের রাজশাহী কারাগারে সাজাভোগ শেষে আরসালন হোসেন নামে এক ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে সোনামসজিদ সীমান্তের শূন্যরেখা দিয়ে তাকে হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরসালন হোসেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং-এর ডাক্তার জাকির হোসাইন বস্তির মৃত হামিদ হোসাইনের ছেলে। ইমিগ্রেশন পুলিশ ও কারা কর্তপক্ষ জানিয়েছে, গত বছরের ২৯ নভেম্বর আরসালন হোসেনকে প্রবেশ নিয়ন্ত্রন আইনে গ্রেফতার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। পরদিন তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাভোগের পর দুই দেশের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন শেষে আরসালন হোসেনকে ভারতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রবিবার তাকে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। আমারবাঙলা/ইউকে

Join Telegram

Post a Comment

Previous Post Next Post