ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোস্তাফিজুরকে বদলি

ঢাকা
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। নতুন অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন সাহেলা পারভিন। বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আয়ন-বায়ন ক্ষমতাসহ এ দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। জারি করা আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ছয় দফা দাবিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। একই দাবিতে তারা ঘোষণা দেন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারা দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করবেন। আমারবাঙলা/এমআরইউ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post