বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার

বাংলাদেশ
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাজধানীর মিরপুর ১০-এ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতির মহাসচিব মো. রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কবি ইউনুস, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইমন হোসেন ও রনি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তারা বলেন, রমজানের এ মহিমান্বিত দিনে আল্লাহ শহীদদের আত্মার শান্তি করুন ও বেহেশত নসীব করুন। তাদের পরিবার পরিজনদের সুস্থ ও হেফাজতে রাখুন। দেশের সকল নাগরিকের ওপর রহমতের ছায়া রাখুন। সবার আন্তরিকতায় আগামীতেও সবাইকে নিয়ে আমরা একসঙ্গে যেন ইফতার করতে পারি তার তৌফিক দান করুন। বিএফইউজের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ ও বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতির মহাসচিব মো. রফিকুল ইসলাম রঞ্জু সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রত্যেক সহযোদ্ধাদের একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে ইউনিয়ন সামনে এগিয়ে যাক, তাদের লক্ষ্য সার্থক হোক। দোয়া মাহফিল ও ইফতার আয়োজনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার, সহ-সভাপতি মো. মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সাংঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্দুর রশিদ, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান ও মো. বেলায়েত হোসেন প্রমুখ। আমারবাঙলা/এমআরইউ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post