বিচ্ছেদ হতে না হতেই নতুন প্রেমে লোপেজ

বিচ্ছেদ
হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। বর্তমানে একাই আছেন ৫৫ বছর বয়সি এ পপ আইকন। আসলেই কি তিনি একা। অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছর পর জেনিফার লোপেজ আবার ডেটিংয়ে ফিরেছেন বলেই জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। অবশ্য আদালতে ডিভোর্স মামলা দাখিল করেছিলেন গত বছরের আগস্টে। কাগজপত্রে এপ্রিল মাসকে তাদের বিচ্ছেদের তারিখ হিসেবে উল্লেখ করা আছে। আর সেটি চূড়ান্ত হয়েছে চলতি বছরের শুরুতে। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর মোটেও একা থাকেননি জেনিফার। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের মতে, ৫৫ বছর বয়সি এ সুপারস্টার এখন আবার প্রেমকে আলিঙ্গন করতে আগ্রহী। স্পেনে ছুটির কেনাকাটার পরে অভিনেতা কেভিন কস্টনারের সঙ্গে দেখা হওয়ার মাত্র কয়েকদিন পরেই জেনিফার লোপেজ প্রেমে পড়েছেন বলে জানা গেছে। কেভিনও বর্তমানে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর একা রয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠরা বলেছেন, জেনিফার লোপেজের হৃদয় এক ভিন্ন ধরনের কাউবয়ের প্রতি আকৃষ্ট। তিনি এমন একজন ছেলে চান, যে তাকে পেছনে রাখতে পারে এবং নিশ্চিত করতে পারে যে, সে ঠিক আছে। তিনি চান, তার প্রেমিক সবার আগে থাকুক এবং তাকে নিয়ে বিশেষ কিছু অনুভব করুক। তারা আরো জানিয়েছেন, তার (জেনিফার) এমন একজন পুরুষের প্রয়োজন যে সবকিছু সামলাতে পারেন এবং এখনো তাকে নিঃশর্তভাবে ভালোবাসবেন। উল্লেখ্য, এর আগে ওজানি নোয়া, ক্রিস জুড, মার্ক অ্যান্থনি অ্যালেক্স রদ্রিগেজ ও বেন অ্যাফ্লেকের সঙ্গে রোমাঞ্চে ছিলেন লোপেজ। এদিকে জেনিফার লোপেজ ২০২৫ সালকে নিজের বছর করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। ব্যক্তিগত উত্থান-পতন সত্ত্বেও, লোপেজ নিজের ক্যারিয়ার আরো সমৃদ্ধ করার প্রতি মনোযোগী। বর্তমানে, তিনি নিউ জার্সিতে টেড ল্যাসো তারকা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে ‘অফিস রোমান্স’র শুটিং করছেন। জুন মাসে, তিনি ওয়াশিংটন, ডিসিতে ওয়ার্ল্ড প্রাইড মিউজিক ফেস্টিভ্যালে মঞ্চে উঠবেন এবং জুলাই মাসে, তিনি তার যমজ সন্তান, ম্যাক্স এবং এমের সঙ্গে নিজের ৫৬তম জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার পরিকল্পনা করছেন। ২০২৪ সালে লোপেজ অভিনীত সায়েন্স ফিকশন থ্রিলার ‘অ্যাটলাস’ দারুণ হিট হয়েছিল। আমারবাঙলা/এমআরইউ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post