শিল্পী ফেরদৌস আরাকে সংবর্ধিত করলো প্রনস পরিবার

শিল্পী
একুশে পদকে সম্মানিত শিল্পী ফেরদৌস আরাকে সম্মাননা জানালো প্রনস পরিবার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডি ক্লাবে অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনের প্রাক্কালে বরেণ্য এই শিল্পীকে সংগঠনটি সংবর্ধিত করে। শিল্পী ফেরদৌস আরা গত দেড় দশক রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে অনুপস্থিত ছিলেন। দেশীয় ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তাকে উপেক্ষা করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার তাকে এ বছর একুশে পদকে সম্মানিত করে। প্রনস বরাবরই শিল্পী ফেরদৌস আরা এবং তার বড়ো দুই ভগ্নী জান্নার আরা এবং হুর ই জান্নাতের নজরুল-সঙ্গীতে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে প্রচার করে আসছে। শিল্পী ফেরদৌস আরাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সংগঠনের উপদেষ্টা বিধূ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রফিক সুলায়মান। আমারবাঙলা/এমআরইউ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post