ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ফতুল্লায়
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার কোতালেরবাগ এলাকায় পাকিস্তানি খাদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, রাত ২টায় মামুন হিসাব শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। ভোর সাড়ে ৪টার দিকে গুলাগুলির শব্দে বের হন তিনি। তখন দুই যুবককে পালিয়ে যেতে দেখেন তিনি। একইসঙ্গে মামুনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন বলেন, দলীয় যে কোনো কার্যক্রমে কর্মী সমর্থক নিয়ে মামুন থাকতেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল। এ জন্য বারবার গায়েবি মামলায় মামুনকে গ্রেফতার করা হয়। দ্রুত মামুন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আমারবাঙলা/এমআরইউ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post