বাংলাদেশ গণশিল্পী সংস্থা, কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় কমলাপুর জিয়ারখী ইউনিয়ন কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান। উদ্বোধনী ঘোষণায় তিনি বলেন, এ দেশের প্রতটি জাতীয় সংকটে সংস্কৃতি কর্মীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অগ্রণী ভুমিকা পালন করেছেন। রাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগ, যাই হোক না কেন সব ক্ষেত্রেই এ দেশের কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা জনগণের পাশে থেকেছেন। ভবিষ্যতেও জনগণ ও দেশের প্রয়োজনে সকল সংকট উত্তরণে সংস্কৃতি কর্মীদের ভুমিকা রাখার আহ্বান জানান তিনি। সম্মেলন সভায় এসরারুল হকের সভাপতিত্বে সাংস্কৃতিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক গণশিল্পী যোগেন বিশ্বাস, কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক পিযুষ বিশ্বাস ও জয়লক্ষ্মী অপেরার পরিচালক শামসুদ্দিন মাস্টার। কবির উদ্দিন মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন কমলাপুর বাজার বণিক সমিতির রেজোয়ান মন্ডল। সম্মেলনে সর্বসম্মতিক্রমে এসরসরুল হককে সভাপতি ও মফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে গণশিল্পীর কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন জাতীয় সম্মেলন সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। শেষ পর্বে গণসঙ্গীতের অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন মিনা মিজানুর রহমান, যোগেন বিশ্বাস, নুরুল ইসলাম, ননদিনী ও আরো অনেক শিল্পী। আমারবাঙলা/এমআরইউ
Join Telegram
Tags:
Amarbangla Feed