‘অভিষেকের জ্ঞান আছে, আনন্দ পেয়েছিলাম’

‘অভিষেকের
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু তাদের সময় ভালো যাচ্ছে না। অনেকদিন ধরেই এক ছাদের নিচে নেই তারা। ডিভোর্সের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা তুঙ্গে। যদিও এখন পর্যন্ত নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কেউই প্রকাশ্যে কোনো কথা বলেননি। অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণ। যদিও এই বিষয় নিয়ে কেউই কোনো মন্তব্য করেননি। ২০২২-এ ‘দসভি’ ছবির শুটিং থেকেই নাকি অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা। তাদের বেশ কিছু সাক্ষাৎকারও এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ছবির প্রচারের সময় নাকি অভিষেকের সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দ পেয়েছিলেন নিমরত। অভিনেত্রী নিজেই সেকথা জানিয়েছিলেন। খাওয়াদাওয়া নিয়ে অভিষেকের বিশেষ আগ্রহ রয়েছে। কোন শহরের কোন গলিতে কী খাবার পাওয়া যায় সে সব জুনিয়র বচ্চনের নখদর্পণে রয়েছে। নিমরত এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দসভি’র প্রচারের সময় খুব মজা পেয়েছিলাম। অভিষেক খাওয়া-দাওয়া সম্পর্কে অনেক কিছু জানে। ও নিজেও খেতে ভালোবাসে। কোন রেস্টুরেন্ট থেকে কী খাবার আনাতে হবে, সব কিছু জানে ও। তাই সেই অভিজ্ঞতা খুব ভালো ছিল।’ গত কয়েক মাসে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা। দেখা যাক সর্বশেষ কী ঘটে অভিষেক-ঐশ্বরিয়ার জীবনে। আমারবাঙলা/এমআরইউ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post